বিশ্বনাথ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুমিন খান মুন্না

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩

বিশ্বনাথ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুমিন খান মুন্না
বিশ্বনাথ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীসহ সিলেটের বিশ্বনাথ পৌরবাসী সকল নাগরিকদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পৌরসভার মেয়রপ্রার্থী, যুক্তরাজ্য নিউহ্যাম বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ মুমিন খান মুন্না।
শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় মুমিন খান মুন্না বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর সবার জন্য আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বিশ্বনাথ পৌরবাসী ও প্রবাসীসহ সকলকে জানাই ঈদ মোবারক।
তিনি আরও বলেন, পুরো রমজান মাস আমরা যে সংযমের অনুশীলন করেছি, তা আমাদের জীবন চলার সব ক্ষেত্রে সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে-এমনই প্রত্যাশা। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে।
তিনি আরও বলেন, ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। ঈদ হলো সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন; সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন।
পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদের খুশি ভাগাভাগির মাঝেই প্রকৃত আনন্দ। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক, এ কামনা করে মুন্না বলেন, পবিত্র এ দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেশের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..