সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩
ধর্মপাশা সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকার বিরুদ্ধে নামেমাত্র কাজ করে এডিবি সহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি ওই ইউনিয়নের উওর বীর গ্রামের বাসিন্দা সাকের হোসেন সাগর নামে এক ব্যক্তি বাদি হয়ে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে এসব অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা গেছে, উপজলার সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই নিজ ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও মেরামত দেখিয়ে কাবিখা ও টিআর, এডিবি প্রকল্পের লাখ-লাখ টাকা উত্তোলণ করে তা নামেমাত্র কাজ করে সাকুল্য টাকা আত্মসাত করে আসছেন। এর মধ্যে ২০২১-২২ ইং অর্থ বছরের জন্য প্রথম পর্যায়ের- প্রকল্পের আওতায় বরাদ্দকৃত ৭ লাখ ৯৬ হাজার টাকা নামেমাত্র কাজ করে সাকুল্য টাকাি হাতিয়ে নেন চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা। এছাড়াও একই কায়দায় ওই ইউনিয়নের জন্য বরাদ্দকৃত টিআর ও কাবিখা প্রকল্পের লাখ-লখ টাকাও আত্মসাত করে আসছেন তিনি।
শুধু তাই নয় চেয়ারম্যান গোলাম ফরিদ পৃষ্টপোষকতায় এলাকায় মাদক বিক্রেতা ও মাদক সেবিদের ব্যাপক বিস্তার লাভ করছেনা। এতে করে তিনি এলাকার সামাজিক পরিবেশ বিনষ্ট করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে তিনি বলেন, মূলত আমার সুনাম নষ্ট করার জন্যই এলাকার একটি চক্র আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ করা কাজে লিপ্ত রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd