শ্বশুরবাড়ির লোকজনের বাধায় অনিশ্চিত মুমতাহিনার এসএসসি পরীক্ষা

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৩

শ্বশুরবাড়ির লোকজনের বাধায় অনিশ্চিত মুমতাহিনার এসএসসি পরীক্ষা

ক্রাইম সিলেট ডেস্ক : অষ্টম শ্রেণিতে পড়ার সময় পছন্দ করে বিয়ের পরও পড়ালেখা চালিয়ে গেছে মুমতাহিনা মৌমি। আগামীকাল রোববার তার এসএসসি পরীক্ষা। সব প্রস্তুতির পরও শ্বশুরবাড়ির লোকজনের অসহযোগীতার কারণে পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে মেয়েটির। এমন পরিস্থিতিতে মুমতাহিনা মানসিকভাবে ভেঙে পড়েছে।

মুমতাহিনা এখন নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় দুখাফকিরের মোড় মহল্লায় শ্বশুরবাড়িতে অবস্থান করছে। তার স্বামীর নাম বিপ্লব হোসেন।

মেয়েটির বাবা মামুন রানা জানান, তার বাড়ি বগুড়া শহরের জয়পুরপাড়া মহল্লায়। তার মেয়ে এ বছর আলহাজ আব্দুল করিম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় (মানবিক শাখা) অংশগ্রহণ করার কথা। তার রোল নম্বর-৪৬৯৭৬২ রেজিস্ট্রেশন নম্বর-২০১২৭৯৬৮২২।

তিনি আরও জানান, অষ্টম শ্রেণিতে পড়ার সময় পছন্দ করে বিপ্লব হোসেনকে বিয়ে করেছিল মুমতাহিনা। মেয়ের সুখের কথা ভেবে মেনে নিয়েছিলেন বাবা। কিন্তু বিয়ের কিছুদিন পরই বদলে যেতে থাকে তার জামাই। প্রতিকুল পরিবেশে মেয়ে পড়ালেখা চালিয়ে গেলেও জামাই ও তার বাবা-মায়ের অসহযোগীতার কারণে এখন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না মুমতাহিনা।

মুমতাহিনার বাবা বলেন, মেয়েকে পরীক্ষায় অংশগ্রহণ করানোর জন্য দুইদিন ধরে তার মেয়ের শ্বশুরবাড়িতে অবস্থান করেও জামাই তার বাবা-মাকে বোঝাতে ব্যর্থ হয়েছেন। মেয়ের শ্বশুর-শাশুড়ির দাবি পড়ালেখা করিয়ে লাভ কী!

পরীক্ষার্থী মুমতাহিনা সমকালকে জানায়, পরীক্ষার সব প্রস্তুতি রয়েছে তার। কিন্তু তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি পরীক্ষা না দেওয়ার পক্ষে রয়েছে। তার বাবার সঙ্গেও যেতে দেওয়া হচ্ছে না। সে এখন উভয় সংকট ও মানসিক চাপে রয়েছে বলে জানায়।

মুমতাহিনার শাশুড়ি বিউটি বেগম জানান, তার ছেলের স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা। যাতায়াতের সময় ক্ষতির আশঙ্কায় পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় বলেন, ছুটিতে রয়েছেন তিনি। সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান জানান, এলাকার বাইরে রয়েছেন তিনি। রাতে ফিরে মেয়ের বাবার সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..