সিলেটের উপর দিয়ে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, মে ১, ২০২৩

সিলেটের উপর দিয়ে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটসহ দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে এক এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সিলেট, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..