বিশ্বনাথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

বিশ্বনাথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথের জাহারগাঁও নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনা সুরমান আলী ঝুমন (২৭) নামে এক যুবক নিহত হন। নিহত ঝুমন মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহত ঝুমন বিশ্বানথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সত্তিশ নোয়াগাঁও গ্রামের মৃত আনফর আলীর ছেলে। তিনি পেশায় সুরমান একজন স্বর্ণকারিগর।
সোমবার (২২মে) সকালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
স্হানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ঝুমন তার ছোট ভাই কাওছার আহমদের সঙ্গে মোটরসাইকেল যোগে বিশ্বনাথ পৌরশহরে আসছিলেন।
পথিমধ্যে জাহারগাঁও নামক স্থানে আসামাত্র মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজন রাস্তায় পড়ে গিয়ে আহত হন। এর মধ্যে ঝুমন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করে। অন্যদিকে দুর্ঘটনায় আহত ঝুমনের ভাই কাওছার চিকিৎসা শেষে বাড়ি ফেরেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার পুলিশ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..