স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমি সেবাও হবে স্মার্ট : ইউএনও সুপ্রভাত চাকমা

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমি সেবাও হবে স্মার্ট : ইউএনও সুপ্রভাত চাকমা

তাহিরপুর প্রতিনিধি :: স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপন করা হয়েছে। ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে তাহিরপুর ভূমি অফিসের উদ্যোগে আজ সোমবার (২২ মে) থেকে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৩। আগামী ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে।

এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা ভূমি কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার চৌকষ কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা, বক্তব্য রাখেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, শ্রীপুর দঃ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ,সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক রোকন উদ্দিন, আবুল কাশেম, কামাল হোসেন, আবির হাসান, এম এ রাজ্জাক স্বাধীন, রাজন চন্দ, জাহাঙ্গীর আলম, শওকত হাসান, মনিরাজ শাহ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে হয়রানি মুক্ত স্মার্ট ভূমি সেবা প্রদান করার প্রত্যয় হবে ভূমি সেবা সপ্তাহ উদযাপনের মুূল লক্ষ্য। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যাবস্থাপনায় তথ্য প্রযুক্তি ব্যাবহারের পাশাপাশি ভূমি সংক্রান্ত আইনকানুনের যুগোপযোগী করনের মাধ্যমে ডিজিটাল ভূমি ব্যাবস্থাপনার প্লাটফর্ম ঘরে তুলেন।ডিজিটাল ভূমি ব্যাবস্থাপনার সুফল হিসেবে ই নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর গ্রহণ, অনলাইন সায়রাত মহাল, জলমহাল ব্যাবস্তাপনা,ই পরচা ই নকশা গ্রহন নানাবিধ ভূমি সেবা ঘরে বসে গ্রহন করা যায়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..