নারীর মামলায় বিশ্বনাথের কৃষকলীগ নেতা কাহার জেলহাজতে

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মে ২৪, ২০২৩

নারীর মামলায় বিশ্বনাথের কৃষকলীগ নেতা কাহার জেলহাজতে

ক্রাইম সিলেট ডেস্ক : বিশ্বানথে এক নারীর মামলায় সিলেট আদালতে হাজিরা দিয়ে জামিন চাইলে নামঞ্জুর করেন আব্দুল কাহার (৩০) নামের এক কৃষকলীগ নেতাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। তিনি সিলেটের বিশ্বনাথ পৌরসভার চৌধুরী গাঁওয়ের মহরম আলীর ছেলে ও উপজেলা কৃষকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

গত মঙ্গলবার (২৩ মে) দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজিরা দিয়ে মারামারি মামলায় জামিন প্রার্থনা করেন কৃষকলীগ নেতা আব্দুল কাহার। এসময় ওই আদালতের বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী ও আব্দুল কাহারের ছোটভাই মো. আব্দুল জাহিদ। তারা জানান, মঙ্গলবার হাজিরা দিয়ে জামিন চাইলে তা মঞ্জুর না করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।

আব্দুল জাহিদ বলেন, ২০১৯ইং সালের ২৬জুন তার ভাই কাহারের বিরুদ্ধে প্রথমে একটি ধর্ষণ মামলা করেন মারামারি মামলার বাদী আম্বিয়া বেগম, মামলা নং {নং-২৬(৬)১৯}।

পরে ২০২২ সালের ১৯ জুলাই ৩ ভাইকে অভিযুক্ত করে একটি মারামারি মামলা দায়ের করেন আম্বিয়া বেগম, (বিশ্বনাথ সিআর মামলা নং ৪২২/২২ইং)।

পরে তদন্তে সত্যতা না পেয়ে ৫ মাসের মাথায় ২০২২ সালের ২২ নভেম্বর ওই মামলার বাদী আম্বিয়া বেগমের বিরুদ্ধে ২১১ধারায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই আমিরুল ইসলাম। এরপর নারাজি দিলে মামলা তদন্তের দায়িত্ব পান বিশ্বনাথ থানার বর্তমান তদন্ত (ওসি) আব্দুস সালাম।

তদন্তে ঘটনার সত্যতা পেয়ে ২০২৩ সালের ৬ এপ্রিল তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছেন। আর ওই মামলায় হাজিরা দিয়ে জামিন চাইলে তাকে জেলহাজতে পাঠানো হয়।

বিশ্বনাথ থানার ওসি তদন্ত আব্দুস সালাম জানান, তদন্তে ঘটনার সত্যতা পেয়েই তিনি মারামারি মামলায় চার্জশিট দিয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..