সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর কলেজের নামে জাতীয় এক দৈনিক পত্রিকার ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে কলেজে নিয়োগ পাওয়ার অপচেষ্টায় সাত জনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে।
জানা যায়, গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর কলেজের নামে ৭ জন দৈনিক জাতীয় পত্রিকা যায়যায়দিনের ১১-৯-২০১৫ ইং তারিখের শুক্রবারের পত্রিকায় রুস্তমপুর কলেজের নামে শিক্ষক নিয়োগের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে ৭ জন শিক্ষক ভুয়া কাগজপত্র দাখিল করে অনিয়মতান্ত্রিকভাবে নিয়োগ গ্রহণ ও স্হায়ীভাবে কলেজে নিয়োগ পাওয়ার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু বাস্তব বিষয় হলো উল্লেখিত এই তারিখে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকায় রুস্তমপুর কলেজের নামে কোন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় নাই। কিন্তু তারা এই তারিখের একটি ভুয়া পত্রিকা তৈরি করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে কলেজে অবৈধ ও অনৈতিকভাবে নিয়োগ পাওয়ার কার্যক্রমের পায়তারা এবং অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এনিয়ে রুস্তমপুর কলেজের গভর্নিংবডির সভাপতি এডভোকেট জামাল উদ্দিন ৭ জনের নাম উল্লেখ করে সিলেট কোতোয়ালি থানায় একটি জিডি করেন। জিডির কপিতে যাদের নাম আছে তারা হলেন,সদর উপজেলার হাজীপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে শাহ আলম,দাতারী ঘোষ গ্রামের ইয়াকুব আলীর ছেলে নজরুল ইসলাম, টাঙ্গাইল জেলার মাদারকুল গ্রামের খন্দকার মুজিবুর রহমানের মেয়ে মোমেনা খন্দকার,গোয়াইনঘাট লেংগুড়া ইউনিয়নের ফরমান আলী ছেলে সমসুজ্জামান,সিলেট কাজী ইলিয়াস জিন্দা বাজারের আহমদ আলীর মেয়ে জান্নাতুল ফেরদাউস রুনা,কোম্পানীগঞ্জ উপজেলার বড়দেও গ্রামের আবু বক্করের ছেলে জসীম উদ্দীন ও সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের খন্ডকালীন শিক্ষক সোবেল আহমদের ছেলে লিয়াকত আলী।
এই ব্যাপারে রুস্তমপুর কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট জামাল উদ্দিন জানান,তারা দেশের একটি নামিদামি পত্রিকার নামে ভূয়া পত্রিকায় তৈরি করে ও ভূয়া শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে অবৈধ ও অনৈতিকভাবে নিয়োগ পাওয়ার পায়তারা করছে।তাদের এই অনৈতিক প্রস্তাবে আমি ও গভর্নিংবডির সংশ্লিষ্ট সদস্যবৃন্দ রাজি না হওয়ায় আমার ও কলেজের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যেকোনো মুহূর্তে তারা গভর্ণিং বডির সভাপতি ও সদস্যবৃন্দের স্বাক্ষর জাল করে কলেজের সুনাম ও বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই আমি তাদের ৭ জনের নাম উল্লেখ করে সিলেট কতোয়ালি থানায় একটি জিডি করি। গতকাল ৬ জুন কোতোয়ালি থানার মাধ্যমে আদালতে পেশ করি। আদালত বিষয়টি দেখে সিলেট কোতোয়ালী থানা কে তদন্তের নির্দেশ প্রদান করেছে।
তিনি আরো জানান,আপনারা অনলাইনে সার্চ করলে এই দিনের পত্রিকায় রুস্তমপুর কলেজের নামে কোন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন না।তারা ভূয়া পত্রিকা তৈরি করে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে ভূয়া কাগজপত্র দাখিল করে অবৈধ ও অনৈতিকভাবে নিয়োগ পাওয়ার পায়তারা করছে।তাদের এই অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় আমার কর্মস্থলে আসা-যাওয়ার পথে অজ্ঞাত নামা ব্যক্তি দিয়ে কর্মস্থলে যাওয়া-আসার গতিবিধি লক্ষ্য রাখছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd