সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থী বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে সশস্ত্র লোকের উপস্থিতিতে শঙ্কিত বলে জানিয়েছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় সিলেটে সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের লাটিম প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী সাঈদ আব্দুল্লাহ নির্বাচন কমিশনে একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টা থানায়ও জানিয়েছেন।
সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, সাঈদ আব্দুল্লাহর সিলেট নগরীর ১৩/১৩ সুবিধবাজার দিঘীরপাড়ের বাসার সামনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে সশস্ত্র লোক ঘোরাফেরা করছে। কয়েকটি মোটরসাইকেলে আসা ওই যুবকরা বাসার সামনে গিয়ে গেটের দিকে অস্ত্র প্রদর্শন করে।
সাঈদ আব্দুল্লাহ বলেন, গত মঙ্গলবার (৬-জুন) ভোরে কয়েকটি মোটরসাইকেলে লোকজন নিয়ে আফতাব হোসেন খান বাসার সামনে এসে সশস্ত্র মহড়া দেন। এ সময় তারা বাসার গেটের এসে অস্ত্র প্রদর্শন করেন।
“বৃহস্পতিবার মানুষের মুখে এ কথা জেনে বাসার সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তা নিয়ে শঙ্কিত আছি। আমার কর্মীদের প্রচার করতে দেওয়া হচ্ছে না।”
তিনি আরও বলেন, “গত ৫ জুন রাত ১০টায় নগরীর জালালাবাদ এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এক কর্মী আহত হওয়ায় আমাকে দায়ী করা হয়। অথচ ওই ঘটনার সময় আমি বাসায় ছিলাম। সশস্ত্র মহড়ার কারণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি।”
তিনি ঘটনাটি মৌখিকভাবে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার পরিদর্শককে (তদন্ত) ফোন করে জানিয়েছেন এবং রিটার্নিং কর্মকর্তা কাছে শুক্রবার লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানান।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেলের (সিটি-নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান, একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি পুলিশ কমিশনার অফিসে পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনে দেওয়া লিখিত অভিযোগে সাঈদ আবদুল্লাহ বলেন, কাউন্সিলর প্রার্থী আফতাব খান ও তার অনুসারীরা ওয়ার্ডের পাড়া-মহল্লায় বলে বেড়াচ্ছেন; নির্বাচনের দিন তারা সব কেন্দ্র দখল করে রাখবেন এবং কাউকে ভোট দিতে দেবেন না। কেউ যদি ভোট দিতে যান তাহলে প্রাণে মেরে ফেলা হবে। ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে বন্দুক বের করে মোটরসাইকেলে মহড়া দিচ্ছে সন্ত্রাসীরা। এছাড়া আমার পোস্টার ছিঁড়ে ফেলা ও মাইকিংয়ে বাধা দেওয়ার ঘটনাও ঘটছে। এমনকি তার বিভিন্ন কর্মীদের বাসা-বাড়িতে সশস্ত্র অবস্থায় হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের মোবাইলে ফোন করা হলে তিনি ব্যস্ত আছেন বলে কেটে দেন। আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd