সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩
ক্রীড়া ডেস্ক: ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছে অস্ট্রেলিয়া।
ওভালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ দিনে ভারত ২৩৪ রানে অলআউট হয়ে গেলে অস্ট্রেলিয়া ২০৯ রানে জয়ী হয়।
ভারত টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। স্টিভ স্মিথ ও ম্যাথু হেডের ২৮৫ রানের জুটি ব্যাকফুটে ঠেলে দেয় ভারতকে।
সাবেক অজি অধিনায়ক স্মিথ ২৬৮ বলে ১২১ রানের ইনিংস খেলেন। হেডের ব্যাট থেকে আসে ১৭৪ বলে ১৬০ রানের দুর্দান্ত ইনিংস। তিনি ২৫টি চার ও একটি ছক্কা মারেন।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৬৯ রানের বিশাল সংগ্রহ পায়। জবাব দিতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় ২৯৬ রানে অলআউট হয় ভারত। দলটির টপ ফোর ব্যাটার ২০ রানের ঘরে ঢুকতে পারেনি।
জাতীয় দলে কামব্যাক করা আজিঙ্কা রাহানে পাঁচে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন। রবিন্দ্র জাদেজা খেলেন ৪৮ রানের ইনিংস। শার্দুল ঠাকুর ৫১ রান করে ফলোঅন এড়ান। প্রথম ইনিংসে অজিরা ১৭৩ রানের লিড নেয়।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৭০ রান তুলে ইনিংস ঘোষণা করে। ওই ইনিংসে লাবুশানে ৪১, স্মিথ ৩৪ রান করেন। লোয়ার মিডল অর্ডারে অ্যালেক্স কেরি ৬৬ ও মিশেল স্টার্ক ৪১ রান করে ভারতকে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে দেয়।
জয়ের জন্য ভারত রেকর্ড ৪৪৪ রানের লক্ষ্য পায়। যে লক্ষ্যের কাছেও যেতে পারেনি রোহিত শর্মার দল।
ভারতের হয়ে প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ চার উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুর। দ্বিতীয় ইনিংসে জাদেজা নিয়েছেন তিন উইকেট। শামি ও উমেশ যাদব নিয়েছেন দুটি করে উইকেট।
অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে প্যাট কামিন্স তিনটি এবং স্টার্ক, বোল্যান্ড ও গ্রিন দুটি করে উইকেট নিয়েছেন।
দ্বিতীয় ইনিংসে লায়ন নিয়েছেন চার উইকেট। বোল্যান্ড নিয়েছেন তিন উইকেট।
ফাইনালের ম্যাচ সেরা ট্রাভিস হেড।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৬৯; ভারত ১ম ইনিংস: ২৯৬
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২৭০/৮ ডিক্লে.
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৪৪৪) (আগের দিন ১৬৪/৩) ৬৩.৩ ওভারে ২৩৪ (কোহলি ৪৯, রাহানে ৪৬, জাদেজা ০, ভারত ২৩, শার্দুল ০, উমেশ ১, শামি ১৩*, সিরাজ ১; কামিন্স ১৩-১-৫৫-১, বোল্যান্ড ১৬-২-৪৬-৩, স্টার্ক ১৪-১-৭৭-২, গ্রিন ৫-১৩-০-০, লায়ন ১৫.৩-২-৪১-৪)
ফল: অস্ট্রেলিয়া ২০৯ রানে জয়ী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd