সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৩
ক্রীড়া ডেস্ক: সিলেট সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) দলের খেলায় টানা ২য় বার চ্যাম্পিয়ন হয়েছে খাদিমপাড়া ইউনিয়ন। মোগলগাঁও ইউনিয়নকে হারিয়ে এ নিয়ে ৫ম বারের মতো চ্যাম্পিয়ন হলো খাদিমপাড়া ইউনিয়ন।
বুধবার (১৪ জুন) বিকেলে শাহী ঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ্ নাছরিন আক্তার।
সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এইচএমএ মালিক ইমনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ওলিউর রহমানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আসজাদ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন- টুকেরবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী খালেদ, ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল কাদির, রোটারিয়ান সাবের চৌধুরী, উপজেলা বালক দলের কোচ ইমরাজ ইমু ও মহিলা দলের কোচ শরীফ আহমদ।
রেফারির দায়িত্ব পালন করেন গোলজার আহমদ, শরীফ আহমদ, সুনিল বৈদ্য। ম্যাচ কমিশনার ছিলেন জাতীয় রেফারি আব্দুল বাছিত।
ধারাভাষ্য প্রদান করেন আব্দুল কাদির সুজন, রেজাউল হক মামুন। ম্যান অব দ্যা ম্যাচ হন খাদিমপাড়ার ছামি আহমদ। টুর্নামেন্ট সেরা হন খাদিমপাড়ার আশরাফুল আহমদ আবির।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd