সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঢলের পানির স্রোতে এক মা তার দুই সন্তানসহ ভেসে গেছেন। সোমবার (১৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর নিচে ঘটনাটি ঘটে। এখনো নিখোঁজদের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা ৭টার দিকে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান নিয়ে একজন নারী শাল্লা ব্রিজ থেকে নেমে পাকা রাস্তায় (বাহাড়া রোডে) ওঠেন। এসময় ঢলের পানির স্রোতের তারা ভেসে যান।
এদিকে, ঘটনাটি জানার পরপরই নিখোঁজ মা ও তার দুই সন্তানকে উদ্ধারে অভিযান শুরু করে শাল্লা থানা পুলিশ। শল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, শল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামসহ পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা গেছে।
ওসি আমিনুল ইসলাম জানান, এক নারী ও তার দুই শিশু স্রোতের পানিতে নিখোঁজ হয়েছেন এমন খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেছি। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও প্রশাসন আমাদের উদ্ধার অভিযান চালাতে সহযোগিতা করছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd