সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়া শিক্ষক এম মুখলেছুর রহমানের মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। সোমবার (২৬ জুন) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাকে থানায় এনে মোবাইল ফোনটি জব্দ করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, চুনারুঘাট উপজেলার এক ব্যক্তি সিলেট সাইবার ট্রাইব্যুনালে ওই শিক্ষকের নামে একটি মামলা দায়ের করেন।সেই মামলার আলামত হিসেবে মোবাইলটি জব্দ করা হয়েছে এবং তা সিআইডিতে পাঠানো হবে বলে জানান ওসি। উপজেলার নরপতি গ্রামের বাসিন্দা মুখলিছুর স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল।
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়া-৪ আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তাকে নিজের নোহা গাড়িটি উপহারের ঘোষণা দেন মুখলেছুর রহমান। পরে ঘোষণা অনুযায়ী তিনি গাড়িটি উপহার দিয়ে দেশজুড়ে আলোচিত হন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd