সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৩

সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

সুনামগঞ্জ সংবাদদাতা: নৌকাডুবিতে সুনামগঞ্জের সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের একই পরিবারের তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ওই গ্রামের মাঝ বাড়ির সোহেল মিয়ার মেয়ে ফারজানা (১৩) ও মারজানা (৮) ও ছেলে রবিন (৪)

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা ২টার দিকে ফারজানা, মারজানা ও রবিন নিজ বসতঘর থেকে ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়ে বের হয়। তাদের বাড়ি রাস্তা পানিতে ডুবে যাওয়ায় সিলেট-সুনামগঞ্জ সড়কে উঠতে যাচ্ছিলো নৌকা নিয়ে। এসময় মধ্যবর্তী ডোবা পার হতে গিয়ে ঝড়-বৃষ্টির কবলে পড়ে তদের নৌকা ডুবে গিয়ে নিখোঁজ হয় তিন ভাই-বোন।

 

স্থানীয়রা খোঁজাখুঁজি করে প্রায় এক ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে বাকি দুই জনের মরদেহ উদ্ধার করে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..