কোম্পানীগঞ্জে রাতের আধাঁরে সাদাপাথর লুট : নৌকাডুবিতে বারকী শ্রমিক নিখোঁজ

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৩

কোম্পানীগঞ্জে রাতের আধাঁরে সাদাপাথর লুট : নৌকাডুবিতে বারকী শ্রমিক নিখোঁজ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: ধলাইর উৎসমুখ কোম্পানীগঞ্জের সাদা পাথর এলাকায় রাতের আধারে সাদা পাথর আনতে গিয়ে নৌকাডুবিতে তিনজন শ্রমিক তীরে উঠলেও একজন নিখোঁজ রয়েছেন এখনো। নিখোজ ব্যক্তির নাম অফিক মিয়া (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায়শই সাদা পাথর এলাকায় রাতের আধারে ৫০/৭০ টি নৌকা সাদা পাথর আনতে যায় একটি চক্রের মাধ্যমে। মূলত পুলিশ-বিজিবির নাম ভাঙ্গিয়ে শ্রমিকদের বারকী নৌকা দিয়ে সাদা পাথর আনতে উৎসাহিত করা হয় নামমাত্র মজুরি মূল্যে।

শুক্রবার (৭ জুলাই) রাত ১০ টার দিকে একসাথে দয়ার বাজার এলাকার ৪ জন শ্রমিক যায় নৌকা নিয়ে সাদা পাথর এলাকায়। পাথর বোঝাই নৌকা নিয়ে ফেরার পথে ডুবে যায় নৌকাটি। এতে তিন শ্রমিক সাতরিয়ে তীরে ভীড়লেও অফিক নামের একজন তলিয়ে যায় পানিতে। খবর পেয়ে পুলিশ প্রশাসন উদ্ধার অব্যাহত রেখেছে। সাথে এলাকার যুবসমাজ ও খুঁজাখোজি করছেন। তাছাড়া ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বিজিবি ঘঠনাস্থলে রয়েছেন উদ্ধার কার্যক্রমে।

নিখোঁজ ব্যক্তি ৭ সন্তানের জনক।তিনি স্হানীয় কালীবাড়ি গ্রামের বাসিন্দা মৃত হাজী মুহিবুর রহমান এর পুত্র।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়ের সাথে আলাপ করলে তিনি বলেন গতরাতে খবর পেয়েই ঘঠনাস্থলে উদ্ধার অভিযানের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তাছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ও প্রানান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..