সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি : আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়াহাব আলীর নির্বাচনী প্রতীক ‘নৌকা’র সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুলাই) রাতে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝগাও গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক মিয়ার বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের নৌকার মাঝি ওয়াহাব আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাস্টার আনোয়ার হোসেন।
ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আরশ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, এনামুল হক এনাম মেম্বার, সাবেক সদস্য আছাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাহার, আওয়ামী লীগ নেতা দরাছত খান, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সল আহমদ, যুবলীগ নেতা মুহিন আহমদ নেপুর, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আক্তার হোসেন শেখ। এসময় সভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd