তামাবিল সড়কে বাস পরিবহন শ্রমিক-স্থানীয়দের উত্তেজনা

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৩

তামাবিল সড়কে বাস পরিবহন শ্রমিক-স্থানীয়দের উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক ::  সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটের চটি এলাকায় উপজেলার প্রবেশ মুখে বাস ও মিনিবাস পরিবহন শ্রমিকরা এসে অটোরিকশা সিএনজি লেগুনাসহ সকল ধরনের ছোট পরিবহনকে জৈন্তাপুর উপজেলা সদরে যাতায়াতে যাত্রীসহ বাধা প্রদান করে। এসময় সিলেট বাস ও মিনিবাস পরিবহন শ্রমিকরা স্থানীয় জনসাধারণের তোপের মুখে পড়ে স্থান ত্যাগ করতে বাধ্য হয়। এতে হাজারো যাত্রী ও শত শত পরিবহন জন দুর্ভোগের হাত থেকে রক্ষা পায়।

জানা যায়, মঙ্গলবার ১০ জুলাই দুপুরে উপজেলার চিকনাগুল ইউনিয়নের জৈন্তাপুর প্রবেশদ্বারে বাস ও মিনি বাস পরিবহন শ্রমিকরা ছোট গাড়ি ও যাত্রী যাতায়াতে বাধা প্রদান করে জন দুর্ভোগের সৃষ্টি করে। খবর পেয়ে ঘাটের চটি এলাকার ছাত্র যুবকসহ সর্বস্তরের সাধারণ মানুষ রাস্তায় যান চলাচলে বাধাদানকারী শ্রমিকদের কে তাড়িয়ে দেয়।

স্থানীয় মানুষদের তোপের মুখে পড়ে পরিবহন শ্রমিকরা স্থান ত্যাগ করতে বাধ্য হয় এবং পুনরায় যান চলাচল ও যাত্রী যাতায়াত সচল হয়।

জৈন্তিয়া-১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভায় সিলেট-টু তামাবিল-জাফলং-কানাইঘাট ও গোয়াইনঘাট সড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ ঘোষনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জৈন্তিয়া ১৭পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী। জৈন্তিয়া গেইটে সতেরো পরগণা সালিশ সমন্বয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে চিকনাগুলের সর্বস্থরের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ। সোমবার ১০ জুলাই রাতে দরবস্ত বাজার মসজিদ প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..