সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি : উত্তর সুরমা সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর কল্যাণ ঐক্য পরিষদের ঈদ পূর্নবিলনী ও আলোচনা সভা২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সদর ও বিশ্বম্ভপুর উপজেলার উন্নয়নের জন্য সরকারের নিকট ৬টি দাবী উপস্থাপনা করা হয়।দাবীগুলোর মধ্যে ধারারগাঁও হালোয়ার ঘাট সুরমা নদীর উপর ব্রীজ নির্মাণ, বালাকান্দা বাজার-রামপুর ধুপাজান চলতি নদীর উপর ব্রীজ নির্মাণ, সীমান্ত হাট সংলগ্ন ডলুরা শুল্ক স্টেশন স্থাপন, খড়চার হাওরসহ স্থানীয় সকল হাওরগুলোতে স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মান, ধোপাজান চলতি নদী কেন্দ্রীক প্রায় অর্ধ-লক্ষশতাধিক বেকার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ এবং সদর ও বিশ্বম্ভপুর অঞ্চলের রাস্তা ঘাটের উন্নয়নসহ সরকারের নতুন নতুন মেঘা প্রজেক্ট গুলো সুরমা উত্তরপাড় ও বিশ্বম্ভপুরের সুবিধা জনক স্থানে নির্মানের দাবী জানান বক্তারা।
শনিবার বেলা ১১ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে উত্তর সুরমা সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ ও কর্মী কে এম শামছুল আলম রাসেলের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উত্তর সুরমা কল্যাণ সমিতির প্রফেসর আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, মুফতি আজিজুল হক, ডাক্তার আবুল কালাম,জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা রুকন উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা ওহাব উদ্দিন, মো: ওমর ফারুক, দিলীপ বর্মন, নুরুল ইসলাম গাজী, বিল্লাল হোসেন বেলাল, ডাক্তার সাুইফুল ইসলাম, ডাক্তার নুরুজ্জামান, সারোয়ার আহমদ,মো: কবির মিয়া, সেফাত, আব্দুস শহিদ, মাজেদা আক্তার প্রমুখ।
আলোচনা সভায় সদর ও বিশ্বম্ভপুর অঞ্চলের প্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং উত্তর সুরমার সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলবল নির্ভিচারে যোগ্য প্রার্থীকে এক যোগে ভোট দিয়ে বিজয়ী করার জন্য এক হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd