ছাতকে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

ছাতকে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ গ্রেফতার ২

ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে পিকআপ ভর্তি বিপুল পরিমানের ভারতীয় পণ্যসহ দুই যুবককে আটক করেছে জয়কলস হাইওয়ে পুলিশ।

 

শনিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের ধারণবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব ভারতীয় অবৈধ পণ্য আটক করা হয়।
আটককৃতদের চোরাচালান মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের ধারণবাজার এলাকায় সড়কের জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে চেকপোস্ট বসেছিল। এসময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-০১৯৯) তাদের সন্দেহ হয় এবং আটক করার চেষ্ট্ করেন। পুলিশের চেক পোষ্ট দেখে দ্রুতগামীর এ পিকআপটি চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে পিকআপ আটকসহ ২ যুবককে আটক করে।

 

আটকৃতরা হচ্ছে সুনামগঞ্জ সদরের ওয়েজখালীর ফারুক মিয়ার পুত্র সুজন মিয়া, গাড়ির হেলপার একই এলাকার মদনপুর গ্রামের আবদুল মনাফের পুত্র মোহাম্মদ আলী।

 

এসময় আটককৃত পিকআপ থেকে পৌনে ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কসমেটিক্স, আমলাতৈল, সাবান, মেহেদী ও ফুঁসকা জব্দ করে পুলিশ। ভারতীয় বিপুল পরিমানের অবৈধ পণ্য জব্দের সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন।

 

অভিযানে উপস্থিত ছিলেন, জয়কলস হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. ইউনুছ আলী, এএসআই সালাম মিয়া, নায়েক আমির হামযাসহ একদল চৌকস পুলিশ।

 

ভারতীয়ে চোরাই পণ্য ভর্তি পিকআপসহ চালক ও হেলপারকে আটকের সত্যতা স্বীকার করে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম বলেন, আটককৃতদের চোরাচালান মামলায় গ্রেফতার দেখিয়ে ওইদিন বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..