গোয়াইনঘাটে প্রবাসীর বাড়িতে হামলা: পুলিশের সহযোগিতায় উদ্ধার

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৩

গোয়াইনঘাটে প্রবাসীর বাড়িতে হামলা: পুলিশের সহযোগিতায় উদ্ধার

গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফহেপুর ইউনিয়নে এক প্রবাসী পরিবারের উপর হামলা ও জমি দখল করে স্কুল নির্মানের পায়তারা করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল।

 

এ ঘটনায়  সিলেট আদালতে ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন এই প্রবাসীর পরিবার। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

 

মঙ্গলবার (১আগস্ট) রাত ১০টায় এবং ২আগস্ট সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের নয়াগ্রামে দফায় দফায় এ ঘটনা ঘটে।

 

মামলা সুত্র যানা জায়, গত রাত ১০টার দিকে নয়াগ্রামের একদল দুর্বৃত্ত তার দলবল নিয়ে গভীর রাতে প্রবাসী এনামুল ইসলামের বাড়িতে দেশীয় অস্ত্র শস্ত্র সহ হামলা চালায়। পরে পরিবারের সদস্যরা সরকারের জরুরী সেবা ৯৯৯ কল দিয়ে পুলিশের সহযোগিতা চায়। এক পর্যায় গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় হামলা থেকে রক্ষা পায় এই প্রবাসী পরিবার। রাতে রক্ষা পেলেও পরদিন সকাল দশটার দিকে আবারো প্রবাসী এনামুল ইসলামের বাড়িতে হামলা চালায় এবং তার বাড়ির চারপাশের সীমানা প্রাচীরের পিলারগুলা উঠিয়ে নিয়ে যায়। পরিবারের সদস্যরা বাধা দিলে তাদেরকে প্রাণ মেনে ফেলার হুমকি দেয় এই প্রভাবশালী মহল।

 

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে প্রবাসীর বাড়ীতে হামলা ও জমি দখলের ঘটনায় এলাকার সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন।

 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে,সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে র লংফুর র গ্রামের মৃত আব্দুস ছুবহান পাশ্ববর্তী ফতেপুর ইউনিয়নের নয়াগ্রাম মৌজা ফতেপুর ১ম খন্ড,জেল নং ১৯৩, বিএস খতিয়ান নং ৭০৩ ও ১১০,বিএস দাগ নং ৮৯১ ও ৮৯৪ দাগে মোট-৩.৫৪একর জমি দীর্গদিন আগে ক্রয় করে বাড়ি বানান এবং বাকি জমিতে বিভিন্ন গাছ লাগান। তার পর জাহিদ মৃত্যুবরণ করেন এবং এই বাড়িতে তার ছেলে মেয়ে বসবাস করে আসছে।

 

প্রবাসী এনামূল ইসলাম মুঠোফোনের মাধ্যমে বলেন,নয়াগ্রাম মৌজা ফতেপুর ১ম খন্ড,জেল নং ১৯৩, বিএস খতিয়ান নং ৭০৩ ও ১১০,বিএস দাগ নং ৮৯১ ও ৮৯৪.  মোট-৩.৫৪একর জমি আমার বাবা দীর্ঘদিন আগে অনেক কষ্টের বিনিময়ে ক্রয় করে বাড়ী বানিয়েছেন। আমরা প্রবাসে থাকার কারণে নয়া গ্রামের কিছু সন্ত্রাসী আমাদের বাড়ি দখলের উদ্দেশ্যে আমাদের বাড়িতে হামলা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

 

ফতেপুর ইউনিয়ন এর সাবেক নয়াগ্রামের)নুরুল হাসান বলেন, আমার বাবা মৃত তজম্মুল আলী চিকনাগুলের এক ব্যক্তির কাছে কিছু জমি বিক্রি করেছেন, তারপর চিকনাগুরের ওই ব্যক্তি প্রবাসী এনামুল ইসলামের বাবার কাছে জমি বিক্রি করেছেন। এই খতিয়ানে অবশিষ্ট কিছু জমি আমাদের রয়েছে যেগুলি আমরা গ্রামবাসীকে স্কুল নির্মানের জন্য দিয়েছি। যার জন্য এলাকাবাসী এই জমি উদ্ধার করতে গিয়েছে।

 

৬ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বলেন, নয়াগ্রামের নুরুল হাসান চেয়ারম্যানের বাবা বিভিন্ন মানুষের কাছে জমি বিক্রি করেছেন, আমি শুনেছি অভিযুক্ত জমি প্রবাসী এনামুল ইসলামের বাবা দীর্ঘদিন আগে চিকনাগুলের এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছিলেন এবং তিনি এখানে একটি বাড়িও করেছেন। এবং তার সন্তানরা এখানে বসবাস করছেন। এই জমিতে যদি কারো সমস্যা থাকে তাহলে আইন রয়েছে আদালত রয়েছে। তার বাড়িতে হামলা করা তো আইনত অপরাধ।

 

গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান বলেন,ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের প্রবাসীর বাড়িতে হামলার ঘটনার অভিযোগ পেয়েছি। এই ঘটনায় আদালতে একটি মামলাও হয়েছে। এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে এই ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..