সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৩
স্টাফ রিপোর্টার :: জকিগঞ্জের বড়পাথর গ্রামের একটি বসত বাড়ীতে দরজা ভেঙ্গে বাড়ীতে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন জব্দ করে একটি সংঘবদ্ধ ডাকাত দল। গত ০৪ আগষ্ট ভোর রাতে জকিগঞ্জের বড় পাথরগ্রামে আবুল হাসানের বসত ঘরে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় পরিবারের সকল সদস্যকে জিম্মি করে বেশ কয়েকটি মোবাইল ফোন লুট পাঠ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলার বড়পাথর গ্রামে আবুল হাসানের বসত ঘরে ০৪ আগষ্ট রাত আনুমানিক ৪.৫০ ঘটিকার দিকে দরজা ভেঙ্গে প্রথমে ডাকাত সদস্যের একজন ঘরে ঢুকে। এ সময় আরও ৮/১০ জন লোক বাড়ীর বিভিন্ন রোমে ঢুকে পরিবারের সব সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে আটকে রেখে। এরপর তারা ঘরের সবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় এবং বিভিন্ন আসবাবপত্র ভাঙ্গ চুর শুরু করে। কিন্তু কোন কিছু খুজে পায় নাই। ডাকাতের একজন সদস্য আবুল হাসানের পিতা আমান উদ্দিনকে বলে জমি ও মৎস্য খামারের দলিল পত্র বাহির করিয়া দিতে। এতে আবুল হাসানের পিতা বলে এইসব দলিল পত্র আগুনে জ্বলে পুড়ে গিয়াছে। আমার কাছে নাই। এতে আবুল হাসানের পিতা আমান উদ্দিনের উপর ক্ষিপ্ত হইয়া মারধর করে। পরবর্তীতে আবুল হাসানের স্ত্রীর রুমে গিয়ে টেনে হেছরে নিয়ে অন্য রুমে নিয়ে ধর্ষনের চেষ্টা করলে আবুল হাসানের দুইটি সন্তান গুম হইতে উঠে মাতার চিৎকার শুনিয় আসিলে ডাকাত দলের সদস্যরা আবুল হাসানের স্ত্রীকে ধর্ষণ করতে না পারায় ক্ষিপ্ত হইয়া অস্ত্র দিয়া আবুল হাসানের স্ত্রীসহ দুই সন্তানকে এলোপাতাড়ী ছুরি দিয়া কুপ মারিয়া ডাকাতদল চলিয়া যায়। ডাকাত দল চলে যাওয়ার পর বাড়ীর লোকজনের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাহাদেরকে উদ্ধার করেন। আবুল হাসানের স্ত্রী ও দুই পুত্রের অবস্থা গুরুতর দেখে স্থানীয় লোকজন তাহাদেরকে সিলেট এম, এ জি, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবুল হাসানের ২য় পুত্র তানজিন রাইয়ান রাফি মারা যায় এবং ১ম পুত্র মাহিম আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপারেশন থিয়েটারে মারা যায়। আবুল হাসানের স্ত্রী মুমুর্ষ অবস্থায় ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে।
ডাকাতির খবর পেয়ে সকলে জকিগঞ্জ থানার ওসি ও জকিগঞ্জ উপজেলা বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ওসি আব্দুল আহাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি। তবে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd