সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৩
ওসমানীনগর সংবাদদাতা: ভেঙ্গে পড়েছে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা। ফলে বিঘ্নিত হচ্ছে জননরিাপত্তা। যানবাহনে চড়ে চলাচল এখন আর নিরাপদ নয়। আর এ জন্য যোগাযোগ ব্যবস্থার অনিয়ম-দুর্নীতিই সবচেয়ে বেশি দায়ী। যার নজির আজকের ঢাকা সিলেট মহাসড়কে একসাথে ৫ টি যানের ভয়াবহ দুর্ঘটনা।
রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের ওসমানীনগরের নাজির বাজার এলাকার আহমদ নগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতের ও নিহতের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান- ট্রাক, বাস, পিকআপ, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল এ ৫টি যানের একসাথে সংঘর্ষ ঘটে। এসময় মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকের মৃত্যু ঘটে।
অন্যান্য যানগুলো ছিটকে মাহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে ওসমানীনগর থানাপুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
স্থানীদের দাবি অদক্ষ চালক ও মহাসকে অনিয়ন্ত্রিত ও অবাধে গাড়ি চলালের সুযোগ দেওয়ার ফলেই এমন দুর্ঘটনা ঘটে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd