সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে দুই সাজা প্রাপ্ত আসামিসহ পরোয়ানাভূক্ত ৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোররাতে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উক্ত পরোয়ানাভূক্ত আসামিদের আটক করা হয়।
আটককৃতরা হলেন আলীরগাঁও ইউনিয়নের সাতাইন গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে শামীম আহমদ, উপর কোটাপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে দুলাল আহমদ, আলমনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ জমশেদ আলী, রাউতগ্রামের ফরমান আলীর ছেলে ফরিদ আহমদ, গুচ্ছগ্রামের মৃত মনচই মিয়ার ছেলে মানিক মিয়া ও লাটি গ্রামের ময়নুল হোসেনের ছেলে হোসেন আহমেদ।
জানা যায়, বৃহস্পতিবার (১০ আগস্ট) গোয়াইনঘাট থানা পুলিশের একাধিক আভিযানিক দল রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট থানার বিভিন্ন এলাকা হতে সাজা পরোয়ানাভুক্ত আসামীদের আটক করা হয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জকে এম নজরুল জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করে কোর্টে পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd