সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : কালিঘাটে ভারতীয় চিনিকে কেন্দ্র করে চোরাকারবারিদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বরাবরে ১১ আগস্ট রাতে স্মারকলিপি দিয়েছেন কালিঘাট ব্যবসায়ী ও ১৪নং ওয়ার্ডের এলাকাবাসী।
স্মারকলিপিতে তারা বলেন, বেশ কিছুদিন ধরে ভারতীয় চিনিকে কেন্দ্র করে কতিপয় সন্ত্রাসী টাকা ভাগাভাগি ও আধিপত্য কায়েম করতে বিভিন্ন সময় সিলেট বিভাগের অন্যতম পাইকারি মালামাল বিক্রয় কেন্দ্র কালিঘাট এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এসময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র প্রদর্শন ও মারামারিতে লিপ্ত হন। এতে এলাকায় ভীতি সঞ্চার হয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম উৎকণ্ঠায় সময় পার করে। তাই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষাসহ চোরাকারবারিদের দাপট লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান।
এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাদের বক্তব্য শুনেন এবং এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম সামীম, ১৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি এম এ মতিন, তাতীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কালাম আহমদ, কালীঘাট শাহনূর মাদ্রাসার সাধারণ সম্পাদক কামাল আহমদ, ছড়ারপার জামে মসজিদের কোষাধ্যক্ষ আব্দুর রহমান, ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মুরাদ আহমদসহ কালিঘাট ছড়ার পার এলাকার ব্যবসায়ী ও শ্রমিকনেতৃবৃন্দ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd