সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩
সিলেট মহানগর পুলিশে ‘বদলি আতঙ্ক’!
ক্রাইম সিলেট ডেস্ক: বদলির ঝড় বইছে সিলেট মহানগর পুলিশে। ইতোমধ্যে সেই ঝড়ের কবলে পড়ে অনেকেই বদলি হয়েছেন নানান কর্মকান্ডে। মানুষের দৌড়গোড়ায় পুলিশের সেবা পৌঁছে দেয়ার পাশপাশি অতীতের বদনাম গুছাতে ক্রমান্বয়ে ঢেলে সাজানো হচ্ছে সিলেট মহানগর পুলিশকে। ইতোমধ্যে যাদেরকে সিলেট মহানগর পুলিশ থেকে বদলি করা হয়েছে তাদের বিরুদ্ধে নানান প্রশ্নবিদ্ধ কর্মকান্ডের অভিযোগেই বদলি করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানায়। এসব বদলি নিয়ে খোদ মহানগর পুলিশের ভেতরেই চলছে তোলপাড়। সম্প্রতি একাধিকবার মহানগর পুলিশে বদলি দেখা দেয়ায় খোদ পুলিশের মধ্যে দেখা দিয়েছে ‘বদলি আতঙ্ক’। শুরু হয়েছে তালিকা তৈরির কাজ। এ তালিকায় রয়েছেন দীর্ঘদিন ধরে মহানগরীর থানা, পুলিশ ফাঁড়ি বা মহানগর পুলিশ সদরদফতরে কর্মরত পুলিশ সদস্যরা। সেই সাথে প্রশ্নবিদ্ধ অফিসারদের সরিয়ে গত কয়েকমাস থেকে সৎ ও দক্ষ অফিসার পদায়ন শুরু হয়েছে মহানগর পুলিশে। পদায়নকৃত অফিসারদেরও নজরদারিতে রাখা হচ্ছে বলে সূত্র জানায়।
এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহ্পরান মাজার পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাকে প্রশাসনিক কারণে বর্তমান কর্মস্থল থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।
অদ্য শনিবার (১২ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম(বার), পিপিএম-এর সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জানানো হয়।
জানা গেছে, এসএমপি’র শাহ্পরান মাজার পুলিশ ফাঁড়ির আইসি এসআই (নিঃ) মোঃ মনিরুজ্জামান ও টু আইসি এসআই (নিঃ) মুজাহিদুল হাসানকে প্রশাসনিক কারণে এসএমপি’র পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে, তাদেরকে অদ্যই পুলিশ লাইন্সের উদ্দেশ্যে ছাড়পত্র প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।
এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আরোও দুই কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। গত মঙ্গলবার (৮ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জানানো হয়।
জানা গেছে, এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার তাহমিদুল ইসলামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ কমিশনার খোকন চন্দ্র সরকারকে সিআইডি’র সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগদানের জন্য আগামী ১৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন (ছেড়ে দেবেন)। অন্যথায় আগামী ১৪ আগস্ট থেকে তাৎক্ষণিকভাবে তারা অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd