দক্ষিণ সুরমায় ডাক্তার সুহেল মিয়ার অপচিকিৎসায় রোগীর মৃত্যু

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩

দক্ষিণ সুরমায় ডাক্তার সুহেল মিয়ার অপচিকিৎসায় রোগীর মৃত্যু

দক্ষিণ সুরমা প্রতিনিধি :: সিলেটের দক্ষিণ সুরমায় পল্লী চিকিৎসক ডাক্তার মোঃ সুহেল মিয়ার অপচিকিৎসার ফলে আব্দুস সালাম (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১০ আগষ্ট) রাত পৌনে নয়টার দিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা গেছেন।

নিহত আব্দুস সালাম দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সুকলামপুর গ্রামের মৃত আমির উল্লাহর ছেলে ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের ছোট ভাই।

এবিষয়ে শনিবার (১২ আগষ্ট) দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২১। মামলায় সুকলামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজের পুত্র ডাক্তার মোঃ সুহেল মিয়া, তার ছোট ভাই মোঃ সেবুল মিয়া সহ মোট ৩জনকে এজহারভূক্ত আসামী ও ৫ থেকে ৬জনকে অজ্ঞাতনামা রাখা হয়েছে।

নিহতের পরিবার ও মামলা সুত্রে জানা যায়, আব্দুস সালাম অনেকদিন ধরে অসুস্থ হলেই স্থানীয় মাসুকগঞ্জ বাজারের ডাক্তার মোঃ সুহেল মিয়ার মালিকানাধীন ‘ডাক্তারখানা ফার্মেসী’ থেকে ঔষধ খেতেন। ঘটনার রাত ৮টার দিকে তার শারিরিক অসুস্থতা অনুভব করলে তার স্বজনরা তাৎক্ষনিক ওই ফার্মেসীতে নিয়ে আসেন। তখন ফার্মেসীতে রোগী বেশি থাকার কারণ দেখিয়ে ডাক্তার মোঃ সুহেল মিয়া তাকে চিকিৎসা না দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন। পরে আব্দুস সালামের স্বজনরা সাথে সাথে তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পথেই তিনি মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেন।

নিহত আব্দুস সালামের বড় ভাই আব্দুল কাইয়ুম জানান, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে জানিয়েছেন ভুল ঔষধ খেয়েই তার ভাইয়ের মৃত্যু হয়েছে। তিনি তার ভাইয়ের মৃত্যুর জন্য ডাক্তার মোঃ সুহেল মিয়াকে দায়ী করে বিচার দাবী করেছেন।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসএমপির দক্ষিণ সুরমা থানার এস.আই জাহিদুল ইসলাম বলেন- এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তকাজ চলমান রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..