আসামি কাউসার আহমদ, বিশ্বনাথ পৌরসভার জানাইয়া গ্রামের কালা মিয়ার পুত্র, বাবুল মিয়া, একই গ্রামের মোক্তার আলীর পুত্র, মুফতিরগাঁও গ্রামের ছমির আলীর পুত্র শাকিল আহমদ ও খাজাঞ্চি ইউনিয়নের তবলপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র ইমরান আলী।
পুলিশ সুত্রে জানা গেছে, গত ১০আগষ্ট পূর্ব চানশির কাপন গ্রামের কাঠ ব্যবসায়ী ওয়াসিম (৫০) এর ৪৫ ফুট কাঠ চুরি হয়। এ ঘটনায় ওয়াসিম আলী বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি চুরির মামলা দায়ের করেন, (মামলা নং-৭/২৩ইং)। (১২ আগষ্ট) বিকেলে জনতার সহায়তায় সংঘবদ্ধ চোরকে আটক করে পুলিশ।
রবিবার সকালে গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারি এসআই দিপংকর সরকার।
এ বিষয়ে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, চোরাই কাঠ ও পিকআপসহ ৪ চোরকে আটক করা হয়েছে। কাঠের মালিক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। আজ রবিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।