বিশ্বনাথে পাঁচ ডায়গনস্টিক সেন্টারে ১৯ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩

বিশ্বনাথে পাঁচ ডায়গনস্টিক সেন্টারে ১৯ হাজার টাকা জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে নানা অনিয়ম পাওয়ায় সন্ধানীসহ পাঁচ ডায়গনস্টিক সেন্টারে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (১৩ আগষ্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্বনাথ পৌর শহরের নতুন ও পুরান বাজারে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার।
অভিযানকালে নীতিমালা অনুযায়ী ল্যাব টেকনিশিয়ান, প্যাথলজিস্ট ও দক্ষ টেকনিশিয়ান না রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকার ফলে মেডিকেল প্র্যাকটিস, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর সংশ্লিষ্ট ধারায় ৫ প্রতিষ্ঠান থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় বিশ্বনাথ নতুন বাজারের মা-মনি ডায়গনস্টিক সেন্টারকে ৪ হাজার, সন্ধানী ডায়গনস্টিক সেন্টারকে ৪ হাজার, পুরান বাজারের মেডিএইড ডায়গনস্টিক সেন্টারকে ৫ হাজার, মেডিচেক ডায়গনস্টিক সেন্টারকে ৪ হাজার এবং লাইফ-এইড ডায়গনস্টিক সেন্টারকে ২ হাজার টাকাসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার গোলাম মুর্তজা ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে তিনি অভিযান চালান। এসময় নীতিমালা অনুযায়ী ল্যাব টেকনিশিয়ান, প্যাথলজিস্ট ও দক্ষ টেকনিশিয়ান না রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকার কারণে ৫টি মামলার মাধ্যমে পাঁচ ডায়গনস্টিক সেন্টারকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..