৫ দিনের সফরে কাল সিলেট আসছেন মন্ত্রী ইমরান

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩

৫ দিনের সফরে কাল সিলেট আসছেন মন্ত্রী ইমরান

গোয়াইনঘাট প্রতিনিধি :: সরকারি ও দলীয় বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করতে ৫দিনের সরকারি সফরে সিলেট আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি আগামীকাল মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হইতে বাংলাদেশ বিমানের ৭.৩০ মিনিটের একটি ফ্লাইটে সিলেট পৌছাবেন। সেখান থেকে জৈন্তাপুরের শ্রীপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন এবং শ্রীপুরে রাত্রিযাপন করবেন।
মন্ত্রী ১৬ আগষ্ট জৈন্তাপুর উপজেলা চত্তরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ ঊন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে গবাদিপশু এবং বিভিন্ন প্রতিষ্টানের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করে বেলা ২ঘটিকার সময় জৈন্তাপুর ইরাদেবী মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অনুষ্টিত আলোচনা সভায় অংশগ্রহন করবেন।
মন্ত্রী ১৭ আগষ্ট বিএনপি জামাত কর্তৃক একযোগে সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে সিলেট জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আলোচনায় অংশগ্রহন করবেন এবং সভাশেষে পুনরায় শ্রীপুরের উদ্দ্যেশ্যে রওয়ানা দিয়ে সেখানে রাত্রি যাপন করবেন।
তিনি ১৮ আগষ্ট শ্রীপুর হইতে গোয়াইনঘাটের উদ্দ্যেশ্যে রওয়ানা হয়ে গোয়াইনঘাট উপজেলা চত্ত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে গবাদিপশু বিতরণ করে দুপুর ২ঘটিকায় গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠণ কর্তৃক আয়োজিত জীতীয় শোক দিবসের আলোচনায় অংশগ্রহন করে ঐদিনই সন্ধা ৬ঘটিকার সময় গোয়াইনঘাট হইতে সিলেট সার্কিট হাউজের উদ্দেশ্যে রওয়ানা হয়ে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।
মন্ত্রী ১৯ আগষ্ট বেলা ১ঘটিকার সময় সিলেট সার্কিট হাউজ হইতে কোম্পানীগন্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে সেখানে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করে সন্ধ্যা ৬ঘটিকার সময় কোম্পিনিগন্জ হইতে সিলেট ওসমানী বিমান্দরের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বিমানবন্দর থেকে রাত ৮.৩০মিনিটের একটি ফ্লাইটে সিলেট ত্যাগ করবেন। সফরকালে মন্ত্রীর একান্ত সচীব মোহাম্মদ রাশেদুজ্জামান সফর সঙ্গী হিসাবে থাকবেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..