বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে সিলেটে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে সিলেটে শ্রদ্ধা নিবেদন

ক্রাইম সিলেট ডেস্ক: শ্রদ্ধায় অবনত সিলেট। শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় নিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে জাতীয় শোক দিবস।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে নানা কর্ম সূচির মাধ্যমে শ্রদ্ধা জানানো হচ্ছে।

 

মঙ্গলবার সকাল ৯টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পুস্পাঞ্জলি অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

 

পরে মহানগর মুক্তিযোদ্ধা কমাণ্ড, সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা মহান এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

এছাড়াও দিনের কর্মসূচির মধ্যে রয়েছে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে গণভোজ।

 

দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র) এর মাজারে গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

 

এছাড়া বাদ জোহর তার পক্ষ থেকে শাহজালাল (র.) মাজার মসজিদে অনুষ্ঠিত হবে মিলাদ ও দোয়া মাহফিল এবং আসরের নামাজের পরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে হযরত শাহপরান (র.) এর মাজার মসজিদে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..