বিশ্বনাথের দারুল আহকাম ইবতেদায়ী মাদ্রাসায় এমপি মোকাব্বির খান সংবর্ধিত

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৩

বিশ্বনাথের দারুল আহকাম ইবতেদায়ী মাদ্রাসায় এমপি মোকাব্বির খান সংবর্ধিত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানকে সংবর্ধনা প্রদান করেছে বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের মুফতির বাজার দারুল আহকাম ইবতেদায়ী মাদ্রাসা। রবিবার (২০ আগস্ট) দুপুরে মাদ্রাসা হলরুমে আনুষ্ঠানিক ভাবে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
মাদ্রাসার ভূমিদাতা সামছুদ্দিন আহমদ মিয়ার সভাপতিত্বে সহকারী শিক্ষক মাওলানা মারুফ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব মোকাব্বির খান। বক্তব্যে তিনি মাদ্রাসা শিক্ষার ভূয়সী প্রশংসা করে দারুল আহকাম ইবতেদায়ী মাদ্রাসার নতুন ভবনের জন্যে ডিওলেটার, উন্নয়ন কাজের জন্যে দেড় লক্ষ টাকা ও মাটি ভরাট কাজের জন্যে একটি বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি একেএম মনোওর আলী। আরও বক্তব্য রাখেন খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, দারুল আহকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা তৈয়বুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক কাজী দেলোয়ার হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৮ নাম্বার ওয়ার্ড সদস্য ফজলুল হক, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মনির মিয়া, সদস্য ফয়সল আহমদ তালুকদার, আপ্তাব আলী, আবদুল মজিদ, প্রধান শিক্ষক মাওলানা রিয়াজুর রহমান, স্থানীয় রহিমপুর গ্রামের জমির আলী ও কিশোরপুর গ্রামের নেছার আলী ছুটু মিয়া।
কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি একেএম মনোওর আলীর মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..