সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগরে পুলিশ অভিযান চালিয়ে ৩ জন ডাকাতকে আটক করেছে। এসময় তাঁদের কাছ থেকে লুন্ঠিত মালামাল ও ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃত ডাকাতরা হলো- রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামের জাকির হোসেন (৪০), রুবেল মিয়া (৩০) ও আমির হোসেন (৪১)।
রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত বৃহস্পতিবার (২৪/০৮/২০২৩ ইং) রাতে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পশ্চিম লালাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ঘরের কলাপসিবল গেইটের তালা কাটিয়া ও কক্ষের ছিটকারী ভাঙ্গিয়া ৬/৭জন ডাকাত ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতরা রামদা ও আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে গৃহকর্তী আমিরুন নেছা, তাঁর মেয়ে ও পুত্রবধুর হাত পা কাপড় দিয়ে বেঁধে গোসল খানার ফ্লোরে ও বাথরুমে তাঁদেরকে আটকে রাখে। এরপর নগদ ২০ হাজার টাকা, সাড়ে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার, ৮ আনা ওজনের স্বর্ণের আংটি, ১ ভরি ওজনের এক জোড়া স্বর্ণের দুল, ২ ভরি ওজনের রুপার ব্রেসলেট ও গলার চেইন, ৪ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ১২ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল মিলিয়ে ৬ লক্ষ ২৩ হাজার টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে যায় ডাকাত দল।
ঘটনার পর গৃহকর্তী আমিরুন নেছা বাদী হয়ে ৩৯৪/৩৯৭ ধারায় রাজনগর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে শনিবার রাতে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ৩ জন ডাকাতকে আটকসহ লুন্ঠিত ১ জোড়া কানের দুল ও ১টি রুপার চেইন উদ্ধার করে।
এসময় ডাকাতি কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, ২টি ছুরি, রামদা, হেমার ও ১টি কাটার উদ্ধার করে পুলিশ।
বাকী আসামী ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd