লামাবাজারে ড্রেনের ভিতর যুবক, স্ল্যাব ভেঙ্গে উদ্ধার!

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩

লামাবাজারে ড্রেনের ভিতর যুবক, স্ল্যাব ভেঙ্গে উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক: য়ঃনিষ্কাশনের ড্রেনের ভেতরে লুকিয়ে কি করছিল সে, তা জানা যায়নি। তবে স্ল্যাব ভেঙ্গে তাকে উদ্ধার করেছে ফায়ার ব্রিগেড।

 

সিলেট মহানগরীর লামাবাজারের শরসপুর এলাকায় ড্রেনের ভিতর লুকিয়ে ছিল অজ্ঞাত এক ব্যক্তি। রোববার (২৭ আগস্ট) দুপুরে ড্রেনের ভিতরে তার অবস্থান টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের স্ল্যাব ভেঙে তাকে উদ্ধার করেন।

 

তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে ঐ ব্যক্তি মানসিকভাবে অসুস্থ।

 

স্থানীয়রা জানান, দুপুরের দিকে লামাবাজারের শরসপুর এলাকার একটি ড্রেনের ভিতর এক ব্যক্তির অবস্থান টের পান তারা। তবে সেই ব্যক্তির পরিচয় কেউ শনাক্ত করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘন্টাখানেক চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়।

 

তালতলা ফায়ার সার্ভিসের লিডার শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। তাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..