সুনামগঞ্জে মন্ত্রী চলে যাওয়ার পরই অবমুক্ত মাছ ধরার উৎসব

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩

সুনামগঞ্জে মন্ত্রী চলে যাওয়ার পরই অবমুক্ত মাছ ধরার উৎসব

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে ১ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৪২৫ কেজি রুই জাতীয় মাছ অবমুক্ত করা হয়।

বুধবার (৩০ আগস্ট) সকাল ১০টায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মাছগুলো অবমুক্ত করেন। কিন্তু মন্ত্রী সেই স্থান থেকে ত্যাগ করার পর নদীর ১ কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে কারেন্ট জাল ও কোণা জাল দিয়ে চলছে মাছ ধরার উৎসব।

শান্তিগঞ্জের স্থানীয় বাসিন্দা জাকির মিয়া বলেন, এটা সত্যি দুঃখজনক। মন্ত্রী চলে যাওয়ার পর কিছু লোক উৎসব মুখর পরিবেশে এখান থেকে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে। অথচ মৎস্য বিভাগ নীরব ভূমিকা পালন করছে।

শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা মনির মিয়া বলেন, এক লাখ ৭০ হাজার টাকা মাছ ছেড়ে কোনো লাভ হলো না। কোণা জাল দিয়ে মাছগুলো ধরে নিয়ে গেলো।

শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, আমি প্রতিনিয়ত অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দিচ্ছি। একটু পর মন্ত্রী যেখানে মাছ অবমুক্ত করেছেন সেখানে আমরা অভিযান চালাবো।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শামসুল করিম বলেন, এই বিষয়ে আমি জানি না। মাছ অবমুক্ত শেষে সুনামগঞ্জে এসেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..