সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩
মহানগর সংবাদদাতা: সিলেটের এয়ারপোর্ট এলাকায় টিকটক ভিডিও বানাতে বাধা দেওয়ায় এক পুলিশ সদস্যকে মারধরে ঘটনা ঘটেছে। আহত পুলিশ সদস্যের নাম নয়ন চন্দ্র পর্দার। শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এ ঘটনা ঘটে।
এঘটনায় আহত পুলিশ সদস্য নয়ন চন্দ্র পর্দার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করলে রাতে চার যুবককে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার গরগরি এলাকার সরুজ আলির ছেলে জুবেল (২৫), জুয়েল (৩৬) ও জুমেল (২১) এবং বিশ্বনাথ উপজেলার সালিয়া গ্রামের সুন্দর আলীর ছেলে আবজাল (১৯)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল এক যাত্রীকে বিদায় দিতে বিমানবন্দরে যান ঐ চার যুবক। যাত্রীকে বিদায় দেওয়ার পর বিমানবন্দর এলাকায় টিকটক ভিডিও বানাতে শুরু করেন তারা। বিমানবন্দর আনসার বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে আনসার সদস্যদের সাথে খারাপ ব্যবহার করেন তারা। পরে পুলিশ সদস্য নয়ন চন্দ্র পর্দার সেখানে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করেন তারা।
এব্যপারে সিলেট এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন শিপন জানান, এ ঘটনায় রাতে আহত পুলিশ সদস্য বাদী হয়ে মামলা করলে, রাতেই চার যুবককে আটক করা হয়। তাদেরকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। আহত পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd