গরুর মালিক সূত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকা থেকে পিকআপে করে ৬ টি গরু নিয়ে যাচ্ছিলেন তিনি। পিকাপটি নগরীতে প্রবেশ করলে মোটরসাইকেলে করে কয়েকজন যুবক নিজেদের ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে এসে গাড়ি আটকে একটি গরু ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় পিকআপ চালককে ছুরি দিয়ে আঘাত করে তারা।
এ ঘটনাকে কেন্দ্র করে রাতে নাইওরপুল-সোবহানিঘাট সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এসময় পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পরেন শ্রমিক নেতারা। পরে পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে রাত ১টার দিকে স্বাভাবিক হয় যান চলাচল।
সিলেট কোতোয়ালি মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক একটি গরু ছিনতাই করে। পিকআপ চালকের আভিযোগ তার নিজেদের ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিয়েছে। এঘটনায় আহত পিকআপ চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।জরিতদের আটকের চেষ্টা চালাচ্ছি।