সিলেট ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার আলোচিত শিশু নাদিম হত্যা মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছেন বিচারক।
সোমবার বিকেলে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ আদালতের বিচারক মো. আক্তার হোসেন এই রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন মোস্তফা দেলওয়ার আজহার। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নূর আহমদ।
জানা গেছে, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় কানাইঘাটের বড়চতুল গ্রামের নজরুল ইসলামের দেড়মাস বয়সী শিশু নাদিম আহমদ নাজিম মারা যায়। এ সময় তার মুখ দিয়ে বিশ্রি গন্ধ বের হয়। এ ঘটনায় নিহত নাদিমের মা সুমি বেগম বাদী হয়ে প্রতিবেশী তাজ উদ্দিনের স্ত্রী সুমানা আক্তার সুরমার বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার অভিযোগে সুমি বেগম উল্লেখ করেন, তার ছেলেকে সুরমা বিষ খাইয়ে হত্যা করেছেন। সুরমা বেগমের বিরুদ্ধে বিষ খাইয়ে শিশু হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত সুমানা আক্তারকে ওই দণ্ডাদেশ দেন। রায়ের সময় সুরমা আদালতে উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd