সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১২ লক্ষ টাকা। রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৪০ মিনিটে এই আগুনের সূত্রপাত ঘটে।
জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে হারুন মিয়ার বন্ধ দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, দোকানগুলো হল লুৎফুরের পানের দোকান, আলাই মিয়ার টেইলারি, রমজানের মোবাইলের,শংকরের সেলুন রয়েছে। এছাড়াও ভিত্রিখেল গ্রামের হাজী মনোহর আলীর ছেলে মাসুক আহমেদের টিন সেট ঘর, ডেকোরেশন ও ওয়ার্কশপে আগুনে ক্ষয়ক্ষতি হয়। ভয়াবহ এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান অনুমান ১২লক্ষ টাকা।
অগ্নিকান্ডের পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। লোকজন আহত-নিহতের সংবাদ পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক এবং আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, রাধানগর বাজারে একটি দোকানে আগুন লেগে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে থানা পুলিশের একটি দল পাঠাই। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd