সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনা ও জোরালো তৎপরতায় অবশেষে গোয়াইনঘাটে উদ্ধারকৃত বিশাল আকৃতির অজগর সাপ ফিরে গেলো প্রকৃতির নিরাপদ আশ্রয়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর মাটিকাপা গ্রামে ইসমাইল আলীর ছেলে মোহাম্মদ আলীর পুকুর পাড়ে সাত ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ ধরা পড়ে। বিষয়টির সংবাদ পেয়ে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাৎক্ষণিক গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অজগর সাপটিকে নিজেদের হেফাজতে নেয়।
পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপটি যেন প্রকৃতির নিরাপদ আশ্রয় লাভ করতে পারে সেজন্য বন বিভাগ কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
বন বিভাগের পক্ষে মোঃ আব্দুল মালেক অজগর সাপটি গ্রহণ করেন। নিরাপদ আশ্রয়ে আজগরকে ছেড়ে দেন।
এ বিষয়টির সত্যাতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd