বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নানের স্ত্রী’র কুলখানি সম্পন্ন

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৩

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নানের স্ত্রী’র কুলখানি সম্পন্ন

সিলেট নগরীর ১১নং ওয়ার্ডের ভাতালিয়া নিবাসী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মন্নান এর সহধর্মিনী সিদ্দেকুন্নেছা কুলখানি সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ সেপ্টম্বর) নগরীর ভাতালিয়ায় তাদের নিজ বাসায় এ কুলখানি সম্পন্ন হয়। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লিগন, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদরাসার শিক্ষক, এতিম শিক্ষার্থীরা কুলখানিতে অংশ নেন।
উল্লেখ্য, গত ৬ আগস্ট রবিবার সকাল সাড়ে ৯টায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ৪ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ ৬ আগস্ট রবিবার বাদ আছর ভাতালিয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জানাজার নামাজে ইমামতি করেন ভাতালিয়া জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ তোফাজ্জুল হোসেন।
জানাজার নামাজে এলাকার মুরব্বিয়ান, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আলেম উলামা, জনপ্রতিনিধি, ডাক্তার, সমাজসেবী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুমার লাশ ভাতালিয়াস্থ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত হওয়ায় মরহুমার ছোট ভাই, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই ও মরহুমার ছেলে রাসেল আহমদ কৃতজ্ঞত জ্ঞাপন করেছেন ।
শোক প্রকাশ : যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মন্নান এর সহধর্মিনী সিদ্দেকুন্নেছা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মাহবুবুর রহমান ভূঁইয়া এসজিপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রেীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমন্ডের নেতৃবৃন্দ । নেতৃবৃন্দ পৃথক পৃথক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..