সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের মধ্যনগর থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন ভূঁইয়া (৪৩) মামলার সাক্ষ্য দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ১২ ও ১৪ সেপ্টেম্বর হবিগঞ্জ আদালতে সাক্ষ্য দেওয়ার দিন ধার্য্য থাকায় তিনি ১১ সেপ্টেম্বর বিকেলে থানা থেকে ছুটি নিয়ে হবিগঞ্জে যান। পরদিন গতকাল ১২ সেপ্টেম্বর হবিগঞ্জ আদালতে সাক্ষ্য দেওয়ার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নেওয়া হয়। বুধবার সকালে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় পৌঁছলে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মো. ইসমাইল হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কমলাবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার কমলাবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মৃতদেহ দাফন করা হবে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, ‘ইসমাইল হোসেন অত্যন্ত মেধাবী পুলিশ কর্মকর্তা ছিলেন। ৬ মে মধ্যনগর থানায় যোগদান করেন। তার অকাল মৃত্যুতে আমরা থানা পরিবার গভীর শোকাহত।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd