প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেই বাংলাদেশের ভাগ্যজড়িত : ডা. দুলাল

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেই বাংলাদেশের ভাগ্যজড়িত : ডা. দুলাল

ক্রাইম সিলেট ডেস্ক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথেই বাংলাদেশের ভাগ্যজড়িত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশ নিশ্চিন্ত থাকবে। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশের বৃহত্তর উন্নয়নের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সিলেট-৩ আসন ও সিসিকের অন্তর্গত শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় লোকজনের মাঝে ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ২৫৪০ জন রোগীকে বিনামূল্যে ৩ লক্ষ ৮০ হাজার টাকার ঔষধ প্রদান কার্যক্রমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডা. দুলাল বলেন, সিলেট-৩ আসনের গত উপ-নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম। দল আমাকে মনোনয়ন না দিলেও আমি দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছি এবং নৌকার বিজয় নিশ্চিত করেছি। তখন থেকেই আমি এই জনপদের মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করেছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চাইবো। আমি মনে করি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন লাভের সকল যোগ্যতা আমার রয়েছে। দল আমাকে মনোনয়ন প্রদান করলে আমি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ মো. নিজাম উদ্দিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, সদ্য বিলুপ্ত কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান আনা মিয়া, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. শাহাব উদ্দিন, সিসিকের ৪২ নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান, ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর লিটন আহমদ, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, সদ্য বিলুপ্ত কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম রফু, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর সহকারী শিক্ষক মঈনুল ইসলাম, ডা. এনামুল হক, ডা. রেজাউল কবির রাজিব, ৪২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহন আহমদ, সাবেক ছাত্রনেতা দেলওয়ার হোসাইন, রাসেল আহমদ চৌধুরী প্রমুখ।

বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের তত্বাবধানে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী এমরান শিকদার।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..