সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের জালালাবাদ থানার মোগলগাঁও এলাকা থেকে ১৬৫ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। শনিবার ভোর রাতে চিনি জব্দ করা হয়।এসময় ৪ চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. সেলিম, ফরহাদ আহমদ, শ্রী শ্যামল, রবিন মিয়া।
পুলিশ জানায়, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করে।
এসময় একটি কাভার্ড ভ্যান থেকে ১৬৫ বস্তা চিনি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে খবর আসে ছাতক-দোয়ারাবাজার থানা এলাকা থেকে ১টি কাভার্ড ভ্যানযোগে অবৈধ ভারতীয় পণ্য লামাকাজী হয়ে সিলেট শহরে প্রবেশ করছে। এরপ্রেক্ষিতে অভিযান চালায় পুলিশ।
পরবর্তীতে আটককৃত মালামাল ও ধৃত আসামিসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে জালালাবাদ থানায় মামলা রুজু করা হয়।
আটককৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd