ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু : আশঙ্কাজনক মুহিন 

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩

ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু : আশঙ্কাজনক মুহিন 

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের মিরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ হওয়া আরও দুইজন মারা গেছেন। রোববার রাতে ও সোমবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এরমধ্যে আহত টুকেরবাজারের মুহিন আহমদ অবস্তা আশঙ্কাজনক।

নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার জাঙ্গাঈল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তারেক আহমদ (৩২) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের অর্জুন দাসের ছেলে বাদল দাস (৪১)।

এর আগে ১১ সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা, ফিলিং স্টেশনের ব্যবস্থাপক রুমেল সিদ্দিক ও ১২ সেপ্টেম্বর টুকেরবাজার এলাকার ইমন আহমদ মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়াল চার। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫ জন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, দগ্ধদের মধ্যে তারেক রোববার রাতে ও বাদল সোমবার সকালে মারা যান। তাদের উভয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল।

গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বিরতি সিএনজি ফিলিং স্টেশনের কমপ্রেসার কক্ষের একটি বাল্ব বিস্ফোরণে ৭ জন কর্মচারী ও ২ জন পথচারী দগ্ধ হন। তাদেরকে প্রথমে ওসমানী হাসপাতালে ও পরদিন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে চার জনের শরীর ৩০-৪০ ভাগ পুড়ে যায়।

চিকিৎসাধীন দগ্ধদের মধ্যে রয়েছেন- শাহপরান এলাকার বাসিন্দা ও পাম্প কর্মচারী মিনহাজ আহমদ, তাহিরপুরের শ্রীপুরের রিপন মিয়া, একই গ্রামের লুৎফুর রহমান, সিলেট সদরের টুকেরবাজারের মুহিন আহমদ ও একই এলাকার রুমান। ফিলিং স্টেশনের মালিক আফতাব আহমদ লিটন নিজ উদ্যোগে দগ্ধদের চিকিৎসা করাচ্ছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..