সিলেটে বিদেশি মদের বড় চালানসহ আটক ২

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩

সিলেটে বিদেশি মদের বড় চালানসহ আটক ২

নিজস্ব সংবাদদাতা: সিলেট নগরীর আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এসএমপি এয়ারপোর্ট থানা পুলিশ ও কোতোয়ালী থানা পুলিশের অভিযানের এসময় দুই জনকে আটক করা হয়।

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার সময় এ অভিযান চালানো হয়।

 

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন বিষয়টি নিশ্চিত করে বলেন- আটককৃতরা হচ্ছেন কিশোরগঞ্জের বাজিতপুর থানার চন্দ্রগ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে রকিবুল ইসলাম রুবেল ও কেরানীগঞ্জ চুনকুটিয়া আমিনপাড়ার রফিকুল ইসলামের ছেলে লিটন (৩৯)।

 

জানা যায়- এয়ারপোর্ট থানা পুলিশ সিলেট ভোলাগঞ্জ সড়কের বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে একটি প্রাইভেটকারকে ধাওয়া করে আম্বরখানা পয়েন্টে গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে শাড়ি ও ওড়না পেঁচানো অবস্থায় বিপুল পরিমাণ মদসহ দুই জনকে আটক করা হয়।

 

পুলিশ কর্মকর্তা মঈন উদ্দিন সিপন জানান- এয়ারপোর্ট থানা এলাকার কাকুয়ার পার হতে ধাওয়া দিয়ে নগরীর আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-খ-১৫৮৯৩৬) মাধ্যমে পরিবহনের সময় বিপুল সংখ্যক মদসহ দুই জনকে আটক করে পুলিশ। এসময় প্রাইভেটকারটি জব্দ করাসহ তাদের কাছ থেকে প্রায় ৫৯১টি মদের বোতল উদ্ধার করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..