সুরমা নদীতে বাংলাদেশের প্রথম ৬৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

সুরমা নদীতে বাংলাদেশের প্রথম ৬৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন

জেলা ক্রীড়া অফিস সিলেটের আয়োজনে ও বেঙ্গলস ডলফিনস এর অংশগ্রহণে এবং কানাইঘাট ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিলেটের কানাইঘাট উপজেলার সুরমা নদীর ব্রিজ থেকে সিলেট সুরমা কিনব্রিজ পর্যন্ত দেশে প্রথম ৬৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩৬ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে প্রায় সাড়ে ১১ ঘন্টা সাতার কাটিয়ে সিলেটের কিনব্রিজ জিরো পয়েন্টে প্রতিযোগীরা আসেন।
ছেলেদের মধ্যে ১ম বিজয়ী বরগুনার সাইফুল ইসলাম রাসেল ও মেয়েদের মধ্যে ১ম বিজয়ী গাইবান্ধা সদর উপজেলার সোহাগী আক্তার। ছেলেদের মধ্যে ৩য় স্থান অধিকার করেন মনিরুজ্জামান, ৪র্থ আলী রনক, ৫ম বদর উদ্দিন, ৪৫ কিলোমিটার ৬ষ্ট স্থান অধিকার করেন আল আমিন আকিক, ৫০ কিলোমিটারে ৭ম স্থান অধিকার করেন মো: জামিল হোসেন। উক্ত প্রতিযোগিতায় ১১জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
কিনব্রিজ প্রাঙ্গণে আলোচান সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা সচিবালয়ের নির্বাচন কমিশনের উপ-সচিব দেলোয়ার হোসেন।
জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলার চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক আহমদ, সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন, ইউনিসেফ এর কর্মকর্তা শফিকুল ইসলাম, পলাশী মজুমদার, ক্রীড়া সহকারি অফিসার নাহিদ আহমদ, আব্দুল আহাদ, মাহমুদ আহমদ, হাসান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..