সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : তাহিরপুরের বড়গুপ টিলা পর্যটন স্পটে ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স (ডিএসএলআর) ক্যামেরা ব্যবহার করে ছবি তোলার ওপর নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি দিয়ে টানানো সাইনবোর্ডটি সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার সমকালে ‘ডিএসএলআরে ছবি তুলতে বাধা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা বড়গুপ টিলায় তাদের টানানো সাইনবোর্ডটি তুলে নেয়।
সমকালের সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হলে ওই পোস্টে নেটিজেনরা প্রচুর মন্তব্য করেন। অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন ফারুক নামে এক ব্যক্তি লিখেছেন, যেহেতু এটি পর্যটন এলাকা, সেখানে পর্যটকরা আগ্রহী থাকলে সে ক্ষেত্রে স্থানীয় ক্যামেরাম্যানরা ছবি তুলতে আইনগত বাধা কোথায়? এ রকম কিছু হয়ে থাকলে এটি বাধাদানকারীদের এখতিয়ারবহির্ভূত কর্মকাণ্ড বলে মনে হচ্ছে।
হোসেন আহমদ তৌফিক নামে একজন শিক্ষক লেখেন, ‘দরিদ্র মানুষ পেটের জন্য এই কাজ করে। তারা তো আর সরকারি চাকুরে নয়। মাস গেলেই টাকা পাবে।’
স্থানীয় ফটোগ্রাফার ইউসুফ আলী বলেন, সোমবার সকালে বড়গুপ টিলায় গিয়ে দেখি ‘এখানে ছবি তোলা নিষেধ’ এ সাইনবোর্ডটি সেখানে আর নেই। তিনি জানান, গত ১২ সেপ্টেম্বর থেকে চানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের ডিএসএলআর ক্যামেরায় পর্যটকদের ছবি তুলতে বাধা দিচ্ছিলেন। এতে করে স্থানীয় ২০ জন ফটোগ্রাফার বেকার হয়ে পড়েছিলেন।
আরেক ফটোগ্রাফার আলমগীর হোসেন বলেন, এখন থেকে ছবি তুলতে তাদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। বড়গুপ টিলার আশপাশ এলাকাটি নান্দনিক হওয়ার কারণে পর্যকরা আসেন এখানে ছবি ওঠানোর জন্য। ভারতের মেঘালয় পাহাড়ের ভিউ ও যাদুকাটা নদী নিয়ে ছবি ওঠালে ছবির ব্যাকগ্রাউন্ড খুবই সুন্দর হয়। এ কারণেই পর্যটকরা এখানে ছবি তুলতে আসেন। ডিএসএলআর ক্যামেরায় ছবি তোলায় নিষেধাজ্ঞা দিয়ে টানানো সাইনবোর্ডটি সরিয়ে নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
এ বিষয়ে চানপুর বিজিবি ক্যাম্প ইনচার্জ শহিদুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, তিনি চানপুর ক্যাম্পে নতুন যোগদান করেছেন। ডিএসএলআর ক্যামেরায় ছবি ওঠাতে তো বিজিবি কর্তৃক কোনো বাধা দেওয়ার কথা নয়। তবে জিরো পয়েন্টে গিয়ে ছবি ওঠাতে বিজিবি নিষেধ প্রদান করে থাকে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd