বিশ্বনাথে ধর্ষণের শিকার কিশোরী, দুই যুবক গ্রেফতার

প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৩

বিশ্বনাথে ধর্ষণের শিকার কিশোরী, দুই যুবক গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হওয়ায় পর অভিযুক্ত পাঁচজনের মধ্যে দুই যুবককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
ওই কিশোরীর মা বাদি হয়ে প্রেমিকসহ পাঁচজনের বিরুদ্ধে গত বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন। যার (নাম্বার-২১)
মামলার এজাহারে প্রকাশ, উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের এক কিশোরীর সঙ্গে আনরপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজমিস্ত্রী নাজমুলের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি কিশোরীর বাড়িতে রাজমিস্ত্রীর কাজ শুরু করে সে। এই সুযোগে ঘটনার দিন রাত ৮টায় কিশোরীকে বাড়ির বাহিরে দেখা করার জন্য ডাকে প্রেমিক নাজমুল। তখন আগ থেকেই তার বাড়ির পেছনেই আড্ডা দিচ্ছিল নামজুলসহ কয়জন যুবক। এক পর্যায়ে সে বাড়ির পিছনে বাহির হলে বাথরুমে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় রাতেই ভিকটিমের মা বাদী হয়ে প্রেমিক নাজমুলসহ ৫জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা করেন।
মামলায় অন্য অভিযুক্তরা হলেন, একই গ্রামের রজব আলীর ছেলে শাহিন (১৯), মৃত আবদুল হান্নানের ছেলে মালেক (২৫), সুন্দর আলীর ছেলে তানভীর (১৯), সোনাফর আলীর ছেলে সুলেমান (২০)। এদের মধ্যে মালেক ও তানভীরকে তাৎক্ষনিক অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি (তদন্ত) আবদুস সালাম বলেন, ভিকটিমের পরিবারের সদস্য ও তার জবানবন্দি নিয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত দুই যুবককে ইতিমধ্যে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..