কিছুতেই থামছে না সিলেটে চিনি চোরাচালান : ধরাছোঁয়ার বাইরে লাইনম্যানরা

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৩

কিছুতেই থামছে না সিলেটে চিনি চোরাচালান : ধরাছোঁয়ার বাইরে লাইনম্যানরা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে কিছুতেই বন্ধ হচ্ছে না চিনি চোরাচালান। প্রশাসনের অভিযান সত্ত্বেও ভারত থেকে অবৈধপথে দেদারছে আসছে চিনি।

শনিবার পৃথক তিনটি অভিযানে আট টনের বেশি ‘বুঙ্গার’ চিনি জব্দ করেছে পুলিশ। পাশাপাশি চিনি চোরাচালানে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে চিনি চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক। ধরাছোঁয়ার বাইরে লাইনম্যানরা।

জানা যায়, বাংলাদেশে চিনির মূল্য বৃদ্ধি পাওয়ায় অবৈধ উপায়ে দেশে ঢুকছে ভারতীয় চিনি। সিলেটে এটিকে ‘বুঙ্গার’ চিনি বলা হয়। ইতিমধ্যে ‘বুঙ্গার’ চিনিতে সয়লাব সিলেট। চিনি চোরাচালানে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কে তল্লাশিচৌকি বসায় পুলিশ। এ সময় গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড লিমিটেডের সামনে একটি ট্রাক থামিয়ে তল্লাশি করলে ৫০ কেজি ওজনের ১৮৬ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। এ সময় চিনি চোরাচালানে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। তারা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মুজাফফরপুর গ্রামের মো. সবুর আলী শেখ (৩৫) ও একই এলাকার মো. কাউসার আলী শেখ (২৫)। এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

এদিকে জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ের পান্তুমাই এলাকার বরকত উল্লা নামের এক ব্যক্তির বাড়ির উঠানে বিক্রির জন্য মজুত করা ৫০ কেজি ওজনের ১৪২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছয়জন পালিয়ে যান। পুলিশ জানায়, এ ঘটনায় পালিয়ে যাওয়া ছয়জনের নাম উল্লেখ একটি মামলা করা হয়েছে। ধরাছোঁয়ার বাইরে বরাবর থেকে যান চোরাচালানের গডফাঁদার পান্তুমাই গ্রামের আব্দুল মালিক ও হাতিরখালের কালা। এদের গ্রেফতার না করা পর্যন্ত পশ্চিম জাফলংয়ের চোরাচালান নিয়ন্ত্রণ করা সম্ভব না।

সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. সম্রাট তালুকদার বলেন, ভারত থেকে অবৈধভাবে দেশে চোরাচালানের মাধ্যমে প্রবেশ করা মালামাল ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে শনিবার সিলেটে সাত টনের বেশি চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, সুনামগঞ্জের মধ্যনগরে আমদানী নিষিদ্ধ ৪৪ বস্তা ভারতীয় চিনিসহ এক চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। রবিবার (১ অক্টোবর) ভোররাতে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী গোলগাঁও গ্রামের শাহজাহানের বাড়ি থেকে জব্দ করা হয় ৪৪ বস্তা চিনি।

এ সময় শাহজাহান মিয়ার ছেলে খোকন মিয়া (২৫) কে আটক করে মধ্যনগর থানা পুলিশ। জব্দকৃত চিনির বাজার মূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘ আটকৃত চোরাকারবারির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..