সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ইজা বেগম ইভা নামে এক শিশুর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪অক্টোবর) রাতে ধান ক্ষেতে থেকে শিশুর মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়।
নিহত ইভা উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মোশাহিদ আলীর কন্যা। সে ৩য় শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়- ৪অক্টোবর বিকেলে মোবাইলের কার্ড কিনতে গ্রামের পাশে দোকানে যায় ইভা। রাত হলেও সে ফিরে না আসায় তাকে খোঁজাখুজি করতে থাকেন পরিবারের লোকজন। খোঁজাখুজির এক পর্যায়ে গ্রামের মাঠে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখেন ইভার মস্তকবিহীন লাশটি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
লাশ উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি মোহাম্মদ শাহ আলম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd